fbpx

অনেক কিছুই ছাড়তে হবে

“ন্যায়ের সাথে থাকতে হলে তোমাকে অনেক কিছুই ছাড়তে হবে। কারণ অন্যায় নেই এমন কোন জায়গা-ই নেই” 

আত্মসমালোচনা

আত্ম-সমালোচনা চর্চা করুন বিনয়ী হবেন।



বিনয় মূল্যবান

“যে যত বেশী বিনয়ী সে তত বেশী আত্মসমালোচক। দাম্ভিকরা তার বিপরীত”

সম্পদ আর জ্ঞান

সম্পদ আর জ্ঞানের মধ্যে পার্থক্য হলো-
সম্পদ বিতরণ করলে কমে যায় আর জ্ঞান বিতরণ করলে বেড়ে যায়।

এখন তারুণ্য যার, এখন সময় তার!

যার জগত যেমন তার ধারণা করার সীমাবদ্ধতাও ততটুকু।

কথাবার্তা এবং আচার আচরণ দ্বারা তার প্রকাশ ঘটে।

মিথ্যাবাদীদের সঙ্গ পাওয়ার চেয়ের একাকীত্ব শ্রেয়।

বেয়াদবের আচরণের উত্তম জবাব হলো নীরবতা।

মানুষ সে দুনিয়ায় চিরঞ্জীব হতে চায়, যে দুনিয়া নিজেই ক্ষণস্থায়ী!

অত্যধিক বাচন জ্ঞান লোপ কারী!

পরিশ্রম একদিন সম্মান বৃদ্ধি করবে, আর আলস্য গ্লানি।

যার কাছে কোমলতার কদর নেই, তার জন্য কঠোরতাই শ্রেয়।

যদি তুমি কারো কাছ থেকে কষ্ট পাওয়ার পর অন্য কাউকে আবার একই কষ্ট দাও, তবে তোমার সে কষ্ট পাওয়াটা ব্যর্থ। বস্তুত কষ্ট হোক পরশ পাথর, যা তোমাকে সোনা বানিয়ে দেবে; পাথর নয়।

তুমি যদি মনে করো তোমার পড়াশুনা শেষ হয়েছে, তবে বুঝে নিও তুমি মুর্খতাকে মেনে নিয়ে ফেলেছো।

যে যার যোগ্য তার সাথে তেমন আচরণ করাটাই সর্বোচ্চ ইনসাফ।

পৃথিবী একটি মুসাফিরখানা। এখানে দীর্ঘ বিশ্রামের কোন সুযোগ নেই।

শুরু করার পর সবাই সফল হতো, ইনশাআল্লাহ; যদি না কেউ হাল ছেড়ে দিত।

নিজের ব্যক্তিগত অবস্থান বদলাতে চেষ্টা করো, পারিপার্শিকতা বদলে যাবে।

নিজেকে পরিবর্তন ছাড়া আপনার অবস্থার পরিবর্তন ভাবা অনর্থক।

লক্ষ্য নির্ধারণ করো। সফলতা সময়ের ব্যাপার।

জগতে ব্যর্থতার কোন মূল্য নেই। যদি মূল্যবান হতে চাও তবে সফল হও।

সফলতার জন্য কাজ করার সময় দেখবে কেউ তোমার পাশে নাই। একবার সফল হয়ো ওঠো দেখবে তোমার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই।

আগে ভাবতে শিখুন। কারণ মানুষ যতুটুকু পর্যন্ত ভাবতে পারে ততটুকুই কেবল করতে পারে।

“হ্যাঁ, হয়তো কেউ তোমাকে সাহায্য করতে পারতো তোমার স্বপ্নগুলো পূরণে; কিন্তু তুমি তাতে আত্মতৃপ্তিটা কম পেতে”

কেউ এসে আমাকে আমার অবস্থা থেকে উত্তরণ করবে, এই নীরব প্রত্যাশাটাই আমাদের সক্ষমতাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে দেয় না।

সুখ প্রকৃতপক্ষে অনুভব করার বস্তু।

তুমি যদি দুঃখতেই সুখ অনুভব করতে পারো তবে তোমাকে সুখ আসার জন্য অপেক্ষা করতে হবে না।

যদি বাধা পাও তবে গতিপথ বদলে নাও, লক্ষ্য নয়।

ইচ্ছে করে

“ইচ্ছে করে কবিতা লিখি কোথায় পাব ছন্দ?

ইচ্ছে করে কবি হই কিন্তু মনে লাগে দ্ব‌ন্দ,

ইচ্ছে করে লেখক হয়ে লিখি মনের কথা,

অনেক খুঁজে কলম পেলেও পাইনা খুঁজে খাতা!”

যদি আমি সমালোচনায় না আসি, তবে আমি আলোচনায় আসার যোগ্যতা রাখি না।

জীবনে তুমি একসাথে সবকিছু পাবে না। কিন্তু এক এক করে সবকিছুই পাবে ইনশাআল্লাহ।

লা-তাহযান।

বাঁচাল সঙ্গীর চেয়ে বোবা সঙ্গী উত্তম।

সফলতার জন্য কাজ করার সময় দেখবে কেউ তোমার পাশে নাই। একবার সফল হয়ো ওঠো দেখবে তোমার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই।

মুর্খ হওয়া দোষের কিছু নয়, দোষের হলো অল্প বিদ্যা নিয়ে নিজেকে সবজান্তা জ্ঞানী মনে করা

If you are feeling tired, take a rest; Never give up.

বহু কিছু দেখার বাকি, অনেক বাকি শিখন

যদি এখানেই শেষ হয় তবে শুরু ছিল কখন?

যে জ্ঞান মানুষকে ধোকা দেওয়ার জন্য ব্যবহৃত হয়; সে জ্ঞান দুর্গন্ধযুক্ত, কলঙ্কিত

দুনিয়ার মধ্যে যে মিলিয়ে গেছে, আর দুনিয়া যাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে তাদের ব্যক্তিত্ব তুলনামূলক।

যেখানে জ্ঞানের চর্চা নেই, সেখানে কোন আলো নেই, আর কোন আলোকিত ব্যক্তিও নেই।

পৃথিবীতে কেউ তোমাকে গুছিয়ে দিতে আসে না।

হয় তারা নিজেদেরকে গুছিয়ে নিতে আসে আর না হয় তারা তোমাকে ভেঙ্গে দিতে আসে।

মাফ তাকেই করো যে ভুল করে অনুতপ্ত হয়, তাকে নয় যে দম্ভ দেখায়! আল্লাহর কাছেও শর্ত একই।

যার গোড়া অহংকার আর প্রতিহিংসা দ্বারা গঠিত, তা যত উপরেই উঠুক না কেন, ভেঙে পড়বেই।

শুধু সময়ের অপেক্ষা।

মুমিনের দুঃখ মানে আল্লাহর সান্নিধ্য, সুখ মানে আল্লাহর শুকর। জীবন মানে সৎকর্ম, মৃত্যু মানে জান্নাত। কোন দিক থেকেই লস নেই।

Today is just tomorrow’s memory. Leave yesterday, Enjoy today and use tomorrow.

যদি কোন সম্পর্কে আত্মসম্মান শব্দটার প্রয়োজন পড়ে যায় তবে সে সম্পর্ককে যত্ন নেওয়া শুরু করুন। তা ভেঙ্গে যাওয়ার কাছাকাছি পর্যায়ে পৌছে গেছে।

নিজের আবেগকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে-ই পৃথীবির সবচেয়ে শক্তিশালী।

যদি তুমি সৃষ্টিকর্তার কাছে চাও তবে তিনি তোমাকে পূর্ণ করে দিবেন।

আর যদি তুমি মানুষের কাছে চাও তবে তারা তোমাকে শূন্য করে দিবে।

Take care what you have before lost it.

হারিয়ে ফেলার আগে মূল্য দিন। মরে গেলে তো অপরিচিত মানুষেও দীর্ঘশ্বাস ফেলে!

“সত্য কথা বলতে গিয়ে কেউ করোনা ভয়, সত্যের মাঝেই মুক্তি আছে নেই কোন সংশয়”

“বর্তমান কারো স্থায়ী নয়, ভবিষ্যৎ অনিশ্চিত;

অতীত হলো ভিত্তিমূল চলতে পথে ঠিক”

“পিছুটান মানুষের এগিয়ে চলার গতিকে মন্থর করে দেয়”

“কিছু জিনিস কারো কাছে অমূল্য, আর কারো কাছে নিছক গল্প মাত্র”

  ReadMy Blogs     OnMotivationKnowledgeSelf Enrichment & so on

আমরা শিক্ষা পাই কিন্তু গ্রহণ করিনা।

“যে কখনো কষ্ট পায়নি, তাকে কখনো আপনার কষ্ট বোঝাতে যাবেন না। সে তার অজান্তে আপনাকে আবার কষ্ট দিয়ে ফেলবে!”

“জীবনে নশ্বর যত সব ধন সম্পদ যা কিছুই পাওনা কেন হেদায়াত না পেলে সবকিছুই অর্থহীন!”

“যে তোমার সাথে কাটানো সময়কে মূল্যবান মনে করে তাকে ছাড়া আর কাউকে তোমার মূল্যবান সময় দিওনা।”

“যদি প্রিয়জনের সবটুকু সৌন্দর্য উপভোগ করতে চান তবে তাকে সবসময় হাসিতে রাখুন।”

“সৌন্দর্য্য আর টাকা না খুজে একজন মানুষ খোঁজো।
যদি পেয়ে যাও, তবে তুমি পৃথীবির সবচেয়ে ধনী, তুমি পৃথীবির সব সৌন্দর্য্যের স্বত্বাধিকারী হবে ইনশাআল্লাহ।”

“তুমি যা চাও সবশেষে তাই-ই হবে ইনশাআল্লাহ, যদি তুমি মালিকের প্রতি অনুগত হও।

সৃষ্টিকর্তা শুধু তোমার আনুগত্যের দৃঢ়তার পরীক্ষা করবেন।”


“দিন আসার আগে দিনের অপেক্ষায় রাত অতিবাহিত করা দিনের আলোতে রাত আসার সঙ্কায় থাকার চেয়ে বেশী প্রশান্তির।”

জীবনে সুন্দর মানুষের চেয়ে উত্তম মানুষের গুরুত্ব অনেক বেশী।

কিছু মানুষ সবসময় খুব উড়ুউড়ু মনে থাকে। অন্যের দিকে নজর দিয়ে কেমন যেন একটা উদাসীন হয়ে যায়। নিজেকে তুচ্ছ ভাবতে […]
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

Make patience yourself

ALLAH will test you. He want to forgive you, or want to give rewards you. All is good for you. Just never be patienceless.

Who is the rich man?

“If you think that money will make you rich, then you are still in wrong thinking. Actually rich man are those who is always mentally happy by his/her life partner.”

The Name of Love is ALLAH

Love ALLAH more than everything. If you can achieve the love of ALLAH, then you will get everything. 

Give value what you have

Not ignore anything what you got by the grace of ALLAH without ask for it. Cause everything has a expiree time. 

Do what you say

Keep remind and Do what you said to anyone. It is most valuable and most great quality of ISLAM and your character. 

Use your weakness as strength. If you can, you’ll win. Otherwise give up.

Client Testimonials

বিপ্লবীরা কারো কাছে ভাল হয়না। কিন্তু একটা প্রজন্মের পর তাদের কর্ম ঠিকই সকলের কাছে অপরিহার্য হয়ে ওঠে

যুদ্ধক্ষেত্রে সেনাপতির হওয়ার অন্যতম প্রধান যোগ্যতা হল শত্রুর সঠিক গতিবিধি অনুমান করতে পারা।

যুদ্ধ ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্তের মাশুল অবর্ণনীয়।

তুমি তখন হেরে যাওনি যখন তুমি আঘাতপ্রাপ্ত হও, বরং তোমাকে আঘাতকারী তখনই জিতে যায় যখন তুমি হাল ছেড়ে দাও।

মৃত্যু থেকে পালানোর জন্য যে লড়ে আর মৃত্যু বরণ করার জন্য যে লড়ে তাদের শক্তি তুলনামূলক।

জীবনে সবকিছু সহজে হয়না, কিছু কিছু সাহসে হয়।

জীবন তো একটাই। ভীরুতার জীবন অনর্থক, সাহসিকতাই স্বার্থকতা

“বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্রী,
নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্রী”

Dont’t take our word for it – here’s what our clients say:

যুদ্ধ যদি সহজ হতো, তবে বিজয়টা এত মূল্যবান হতো না।

বাচতে হলে তোমাকে যুদ্ধ করতে হবে। আর যদি যুদ্ধ করতে না চাও, তবে মরে যাও।

চ্যালেঞ্জ নাও, বদলে দাও। পৃথীবি সবসময় আপডেটেড জিনিসকে বেশী মূল্য দেয়।

যে বিজয় আমাকে বিন্দুমাত্র অহংকারী করবে, সে বিজয়ের চেয়ে সে পরাজয়ই আমার জন্য সর্বোত্তম যা আমার মালিককে অবনত চিত্তে একটাবার হলেও বেশী স্বরন করাবে।ক।

জীবনে সমস্যা আসবেই। সফলতা হল জীবনের বাকি সবকিছু ঠিক রেখে সমস্যার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করা।

যদি তুমি অপরাধ না করো তবে তোমার কোন ভয় থাকবেনা।

আর যদি তুমি সমাধানের পক্ষে থাকো তবে কখনো পালিয়ে যাবেনা।


Client Testimonials

মিথ্যা সকল পাপের মূল বাড়ায় অপমান,

মিথ্যার সাথে সখ্যতা যার ঘৃণিত সে জন।


পৃথিবীতে তারাই ইতিহাস গড়ে গেছে, যারা সমস্ত নিয়মকে ভেঙে গুড়িয়ে দিয়ে অসম্ভব কিছুকে সম্ভব করে গেছে।

যদি তুমি হাল ছেড়ে দাও, তবে তোমার মত ব্যর্থ নাবিক আর কে আছে যে কিনা আবার তীরে যেতে চায়?

হয় বদলে দাও, না হয় মেনে নাও। এর মধ্যে বদলে দেওয়াই বীরত্ব, সাহসীকতা, সম্মান।


পঁচা জিনিসের সংস্পর্শে আসলে ভাল জিনিসটাও পঁচে যাওয়া শুরু করবে। সুতরাং সংস্পর্শে এসে সামান্য অংশটুকু পচে গেলে কষ্ট হলেও কেটে ফেলো নয়তো পুরো অংশটুকু পঁচে যাবে।

মিথ্যাবাদীদের ব্যাপারে আবার হতাশ হওয়ার কি আছে? তারা তো কখনো আশা-র কারণও ছিল না।

মানুষকে না জেনে কখনো মন্তব্য করতে যাবেন না। মন্তব্য করাটা আপনার জন্য জরুরী নয়, তবে পাপ থেকে বেঁচে থাকাটা আপনার জন্য জরুরী ছিল।

Dont’t take our word for it – here’s what our clients say:

“যে তোমাকে সম্পূর্ণরূপে জানে এবং তারপরও তোমাকে সে কারণগুলোর মাধ্যমেই কষ্ট দেয়, সে কখনোই তোমাকে ভালবাসেনি। সে যা বলেছে এবং বলে তার সবটাই মিথ্যা ছাড়া আর কিছুই নয়।”

আমার তবু আকাশটুকু মেঘলা হয়েই থাক,সূর্যটুকু তোমায় দিলাম আলোয় ভরে যাক।

আবেগ এবং বিশ্বাস দুটোই ভীষণ দামী৷

হোকনা ছোট ঘরটি মোর, সুখটা থাকুক জীবনভর।

আগে নিজেকে নিজে চিনো। তারপর অন্য সবাই তোমাকে চিনবে ইনশাআল্লাহ।

কেউ তোমার বিশ্বাস ভাঙলো এটা তার অপরাধ। আর তাকে তুমি আবার বিশ্বাস করলে এটা তোমার অপরাধ।

মানুষ অন্যকে ভালবাসে, তবে নিজের আত্মসম্মানের চেয়ে বেশী নয়। ঠিক যেমন মানুষ অন্যকে দান করে তবে নিজের অস্তিত্বকে বিলীন করে নয়।

যদি তুমি নিজের অতীত ভুলে যাও, তবে তুমি জীবনের কাছে অকৃতজ্ঞ বিবেচিত হবে।

কে আমি?

দুদিনের মুসাফির আমি গুনাহ বেসুমার, জানিনা বিচার দিনে কেমনে হবো পার..

নহি পরাজিত পুষ্প অচিরে সুঘ্রাণ করিয়া বিলীন, বিজয়েতে রহিব সুবাসিত হইয়া চির অমলিন ইনশাআল্লাহ্‌

Jharna Khatun

লোকে আমার সততা দিয়ে আমাকেই শৃঙ্খলিত করতে চায়, অথচ তারা জানে না এই সততাই আমার মুক্তির সোপান!


USGETCONNECTEDTO

We are also social: 

My words

Dont’t take our word for it – here’s what our clients say:

“কন্ঠ এবং লেখনীর শক্তি আল্লাহ্‌র দুটি বিশেষ দান। চাইলেই যে কেউ গাইতে পারে না, আবার চাইলেই যখন তখন লেখা সম্ভব নয়”

যে তোমাকে জানে না তার সাথে মিশবে না; অপমানিত হতে হবে।

বিশৃঙ্খলা বেয়াদবের স্বভাব, আর আপনার উপকারী জ্ঞান আপনাকে বিচক্ষণ করবে।

বেশীরভাগ মানুষ একারণেই ভাল থাকে যে তার কাছে খারাপটা করার সুযোগ নেই।

নিজেকে পরিবর্তন ছাড়া আপনার অবস্থার পরিবর্তন ভাবা অনর্থক।

আসলে প্রকৃত ভাল তো তারাই যাদের খারাপ করার হাজারো সহজ সুযোগ থাকা সত্ত্বেও তারা তা থেকে বিরত থাকে।

অমানুষদের সাথে মানুষের মত আচরণ করাটা তোমার নিজের সাথে নিজে অন্যায় করার শামিল।


সুযোগ থাকা সত্ত্বেও যারা সকল খারাপ থেকে বিরত থাকে তাদেরকে গুরুত্বহীন ভেবোনা। কারণ তোমার খারাপটার প্রতিরোধের ক্ষমতাও তারা রাখে।


মানুষের কাছে তুমি ততক্ষণ ভাল যতক্ষণ তার ত্রুটিসমূহ দেখেও তা সংশোধনের চেষ্টা থেকে বিরত থাকবে।


ব্যর্থতার গল্পগুলো শুধুমাত্র অজুহাত ছাড়া আর কিছুই নয়। সেদিক থেকে আমি আমাকেও তিরস্কার করি।

অহংকার করার মত হাজারো কারণ থাকা সত্ত্বেও যারা আপনার সাথে খুব সাধারণভাবে মেশে তাদের ব্যক্তিত্ব দু কলমে লিখতে পারবেন? সম্ভবত তা সম্ভব নয়।

আমাদের সবচেয়ে বড় বোকামী, আমরা একটি খারাপ দিনের জন্য অনেকগুলো ভাল দিনও নষ্ট করে ফেলি!

খুব কোমল মানুষের ব্যাপারে উদাসীন হয়ে যেওনা।

খুব কঠোর মানুষদের ব্যাপারেও হতাশ হয়ে যেওনা।

জানোই তো- প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে।


Lorem ipsum dolor sit amet, at mei dolore tritani repudiandae. In his nemore temporibus consequuntur, vim ad prima vivendum consetetur. Viderer feugiat at pro, mea aperiam